বিয়ের আসরে বসেও PUBG খেলতে ব্যস্ত বর! দেখুন ভাইরাল ভিডিয়ো - NEWS-360

Wednesday, May 1, 2019

বিয়ের আসরে বসেও PUBG খেলতে ব্যস্ত বর! দেখুন ভাইরাল ভিডিয়ো





যদি প্রশ্ন করা হয়, ইদানীং অনলাইন অ্যাকশন গেমের দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় গেমের নাম কী? একটাই নাম সামনে আসবে, PUBG। PUBG নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে এখন উন্মাদনা এমন চরমে পৌঁছেছে যে, তা দুশ্চিন্তা বাড়াচ্ছে অভিভাবক থেকে মনবিজ্ঞানীদেরও।
সম্প্রতি একটি TikTok ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে! ২৫ এপ্রিল এই TikTok ভিডিয়োটি ‘8K wallpapers’ নামের একটি ফেসবুক পেজে শেয়ার করা হয়। ফেসবুকে শেয়ার করার পর মাত্র পাঁচ দিনে ৪ লক্ষ ৬২ হাজারেরও বেশি ভিউ জমা হয়েছে ভিডিয়োটির নীচে। কেন এত মানুষ দেখছেন এই ভিডিয়োটি? এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসে বর PUBG খেলতে ব্যস্ত। পাশে মুখ ভার করে অন্যমনষ্ক হয়ে সেজেগুজে বসে রয়েছেন কনে। ভাবতে পারেন, বিয়ের পিঁড়িতে বসেও PUBG!

PUBG নিয়ে ‘পাগলামী’টা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে, তা এই ভিডিয়োটি না দেখলে বোঝা যাবে না! তাই চলুন, এক ঝলকে দেখে নেওয়া যাক মজার এই ভিডিয়োটি...

subcribe youtube channel

No comments:

Post a Comment

Thanks keep touch with us

Popular Posts